৩। হাড় কিপ্টা
কৃপণ এক লোক লটারিতে গাড়ি পেয়ে গেল। বন্ধুরা ছুটে এলো তাকে অভিনন্দন জানাতে, কিন্তু সে মুখ গোমড়া করে বসে রইল।
বন্ধুরাঃ কী ব্যাপার, লটারিতে গাড়ি পেয়েও তুমি মনমরা হয়ে বসে আছ কেন? কৃপণ লোকঃ একটা বোকামি করে ফেলেছি,
খামাখাই দুটো টিকিট কিনেছিলাম। একটা কিনলেই তো হতো!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন